This blog is my own space. I share things which I can't somewhere else. I share how I feel, what I love, my experiences, and my plans. Join me subscribing to the blog as it is free. Moreover, you'll get notified whenever I post anything on my blog. See you later.
I'm afraid.
Get link
Facebook
X
Pinterest
Email
Other Apps
-
I don't know what I'm doing. I lost my control over myself. Allah knows when will I come back. I have become crazy. Only Allah can take me out of this. I hope Allah gives me the power to get out of this horrible situation.
প্রকৃতিটা আজ অনেক সুন্দর। নির্মল বাতাস, সোনালী ধানক্ষেত, মিটিং মিটিং রোদ; আর কি চাই? আরেকটা জিনিস মনটা আরো ভালো করে দিয়েছে। আজ অনেক দিন পর একটা পানকৌড়ি দেখলাম, সাথে একটা বক। কি সুন্দর!
মহাসমাবেশ - এইচ. এ. এম. ফাহিম কবির ভেঙে ফেল ওই কর্মশালা, সব মেকি, সব ধোঁকা। গণতন্ত্র নাকি দেয় মুক্তি, এখন তা হাস্যকর এক যুক্তি। চলছে লুটতরাজ, বন্ধ করতে হবে সব আজ। চলছে অনেক লেখালেখি, কিন্তু এতেই সব সমাধান হবে কি? বিজ্ঞ জ্ঞানীদের দেওয়ার কথা নেতৃত্ব, কিন্তু তারা শুধুই চায় কতৃত্ব। এমন সমাজে দাঁড়িয়ে আমরা আজ, মানুষের অধিকার চাইলেই যেন মাথায় পড়ে বাজ। পেয়েছি স্বাধীনতা করে যুদ্ধ, আজ সেই স্বাধীনতাকামী মানুষেরাই ক্ষুব্ধ। রাজনীতির উদ্দেশ্য মানুষকে করা একত্রিত, অথচ সে রাজনীতিই আজ মানুষকে করছে দ্বিবিভাজিত। চাই এসবের মদদ দাতার বিরুদ্ধে মহাসমাবেশ, তবেই গড়তে পারব আমারা সোনার বাংলাদেশ।
Comments
Post a Comment