মার্কিন যুক্তরাষ্টের মধ্যপ্রাচ্যে ব্যস্ততার সুযোগ নিবে চীন?
মার্কিন যুক্তরাষ্ট্রের পাসিফিক ফ্লিট-১ সহ অন্যান্য সমরাস্ত্র নিয়ে আসার ও মনোযোগ মধ্যপ্রাচ্যে থাকার এই সুযোগে যদি চীন তাইওয়ান আক্রমণ করে ফেলে তাহলে খেল খতম। আমেরিকার তালুকদারির শেষের শুরু হয়ে যাবে। চীন আজকেও সামরিক মহড়া জারি রেখেছে।
Comments
Post a Comment