মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা বাজছে।

মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা বাজছে। মার্কিন যুক্তরাষ্ট্র তার Carrier Strike Group 1, USS Carl Vinson নামক Nimitz-class Nuclear Super carrier এর নেতৃত্বে থাকে যা কিনা মার্কিন প্যাসিফিক ফ্লিটের অংশ(ইন্দো প্যাসিফিক), ফিলিপাইন সাগর থেকে মধ্যপ্রাচ্যের বাহরাইনে নৌ ঘাঁটির উদ্দেশ্যে নিয়ে আসছে। এ Aircraft Carrier গুলো একেকটি সামরিক ঘাঁটির মতো। শুধুমাত্র এই রণতরীতে সংযুক্ত আছে Carrier Air-Wing Two (2) যাতে আছে:

• x2 Squadrons of Single-seat F/A-18E Super Hornets

• x1 Squadron of Twin-Seater F/A-18F Super Hornets

• x1 Squadron of F-35Cs

• x1 Squadron of EA-18 Growlers

•E-2D Hawkeye AWACs

•V-22 Ospreys

•MH-60 Seahawks.



এর বাইরে একেকটা Carrier Strike Group এ Destroyer, Cruiser এবং Submarine সংযুক্ত থাকে। এমন Carrier Strike Group দিয়ে মধ্যম সারির একটা দেশকে ধুলোয় মিশিয়ে দেওয়া সম্ভব।


সবাই দোয়া করি যেন ফলাফল ভালো কিছু আসে।

Comments

Popular posts from this blog

সুন্দর এ বসুধা।