মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা বাজছে।
মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা বাজছে। মার্কিন যুক্তরাষ্ট্র তার Carrier Strike Group 1, USS Carl Vinson নামক Nimitz-class Nuclear Super carrier এর নেতৃত্বে থাকে যা কিনা মার্কিন প্যাসিফিক ফ্লিটের অংশ(ইন্দো প্যাসিফিক), ফিলিপাইন সাগর থেকে মধ্যপ্রাচ্যের বাহরাইনে নৌ ঘাঁটির উদ্দেশ্যে নিয়ে আসছে। এ Aircraft Carrier গুলো একেকটি সামরিক ঘাঁটির মতো। শুধুমাত্র এই রণতরীতে সংযুক্ত আছে Carrier Air-Wing Two (2) যাতে আছে:
• x2 Squadrons of Single-seat F/A-18E Super Hornets
• x1 Squadron of Twin-Seater F/A-18F Super Hornets
• x1 Squadron of F-35Cs
• x1 Squadron of EA-18 Growlers
•E-2D Hawkeye AWACs
•V-22 Ospreys
•MH-60 Seahawks.
এর বাইরে একেকটা Carrier Strike Group এ Destroyer, Cruiser এবং Submarine সংযুক্ত থাকে। এমন Carrier Strike Group দিয়ে মধ্যম সারির একটা দেশকে ধুলোয় মিশিয়ে দেওয়া সম্ভব।
সবাই দোয়া করি যেন ফলাফল ভালো কিছু আসে।
Comments
Post a Comment