Popular posts from this blog
ইরানে যুক্তরাষ্ট্র হামলা চালাবে এটা এখন মোটামুটি নিশ্চিত
মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ইরানে হামলার প্রসঙ্গে বলেন,"যদি ইরান চুক্তি না করে, তাহলে বোমা হামলা হবে - এবং এমন বোমা হামলা চালানো হবে যা তারা আগে কখনও দেখেনি"। উল্লেখ্য তিনি এখানে পারমাণবিক চুক্তির কথা বলেছেন যা পত্র মারফত যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রসাশন কিছু দিন পূর্বে ইরানকে পাঠিয়েছিলো এবং ইরান প্রথমে সেই পত্র পাওয়ার কথা অস্বীকার করার পরে অনেকটা তাচ্ছিল্য করে ওমানের সালতানাতের মাধ্যমে জবাব দিয়ে প্রত্যাখ্যান করে। এদিকে আজ ইরানের আয়াতোল্লাহ খামেনিকে এসভিডি (দ্রাগুনোভ) আগ্নেয়াস্ত্র হাতে করে পবিত্র ঈদ-উল-ফিতরের ভাষণ দিতে দেখা যায়। এই অস্ত্র দিয়ে তিনি ইরান-ইরাক যুদ্ধে প্রশিক্ষিত হয়েছিলেন। ইরানীয় জেনারেলরাও প্রকাশ্যে যুক্তরাষ্ট্রকে হুমকি দিয়েছে। এ থেকে নিশ্চিতভাবে বলা যায় যুক্তরাষ্ট্রের ইরানে হামলা অবশ্যম্ভাবী এবং সময়ের অপেক্ষা মাত্র। সামরিক দিক দিয়ে পর্যবেক্ষণ করলে দেখা যায় দিয়েগো গার্সিয়া দ্বিপে এখন পর্যন্ত নিচের যুদ্ধবিমানগুলোর অবস্থান নিশ্চিত করা গেছে: 7 B-2 'Spirit' stealth bombers 8 B-52H 'Stratofortress' bombers 7 Boeing C-17 'Globemaster...
Comments
Post a Comment