Popular posts from this blog
কেন ডাক্তার হতে চাই?
ডাক্তার শব্দটার সাথে আমার সম্পর্ক খুব ছোটবেলা থেকেই। আব্বুর স্থেটেস্কোপ বুকে লাগিয়ে লাব-ডাব শোনা, মুখের কাছে এনে মাইক্রোফোন আর হেডফোন হিসেবে খেলা, স্ফিগ্মোম্যানোমিটার চাপ দিয়ে দিয়ে ফুলে তোলা, আব্বুর কাছে প্রেশার মাপা শিখে নেওয়া এসবই আমার চিকিৎসাবিজ্ঞানের দিকে ঠেলে দেয়। এর পর ছিল আমার মায়ের এক বুক ভরা স্বপ্ন। ক্লাস ১-২ থেকেই আমাকে যেমন খুশি তেমন সাঁজ প্রতিযোগিতায় ডাক্তার বানিয়ে দিতেন। কত কী করে যে আমার মাপের আপ্রোন খুঁজে বের করতেন। সে এক হুলস্থুল কারবার। প্রতিযোগিতার আগে আব্বু আমাকে বিপি কী, জ্বর হলে কী ঔষধ খেতে হয় তা শিখিয়ে দিতেন। আমার এসবে উত্তেজনা থাকতো চরমে। কী মজা! আমি ডাক্তার! কিন্তু এখন যখন ঐ দিনগুলোর কথা ভাবি তখন বুঝতে পারি এর পিছনে আমার বাবা-মার কত আশা, কত স্বপ্ন জড়িয়ে আছে। আর এখন এর সাথে মিশেছে আমার স্বপ্ন। ডাক্তার হব! হতেই হবে! কেন হতে হবে? বাবা-মার আশা পূরণ করতে হবে। হাসপাতালের নানা অনিয়ম দূর করতে হবে। যখন দেখি লাইনে দাঁড়ানোর পরেও কেউ উড়ে এসে ঝুড়ে পরে ডাক্তারের কামড়ায় ঢুকে পরে তখন মনে হয় ডাক্তার হতেই হবে। যখন দেখি ডাক্তার ইচ্ছে মত ঔষধ লিখেই যাচ্ছেন অথচ ব্যক্তিগত চেম্বারে অন্...
ইরানে যুক্তরাষ্ট্র হামলা চালাবে এটা এখন মোটামুটি নিশ্চিত
মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ইরানে হামলার প্রসঙ্গে বলেন,"যদি ইরান চুক্তি না করে, তাহলে বোমা হামলা হবে - এবং এমন বোমা হামলা চালানো হবে যা তারা আগে কখনও দেখেনি"। উল্লেখ্য তিনি এখানে পারমাণবিক চুক্তির কথা বলেছেন যা পত্র মারফত যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রসাশন কিছু দিন পূর্বে ইরানকে পাঠিয়েছিলো এবং ইরান প্রথমে সেই পত্র পাওয়ার কথা অস্বীকার করার পরে অনেকটা তাচ্ছিল্য করে ওমানের সালতানাতের মাধ্যমে জবাব দিয়ে প্রত্যাখ্যান করে। এদিকে আজ ইরানের আয়াতোল্লাহ খামেনিকে এসভিডি (দ্রাগুনোভ) আগ্নেয়াস্ত্র হাতে করে পবিত্র ঈদ-উল-ফিতরের ভাষণ দিতে দেখা যায়। এই অস্ত্র দিয়ে তিনি ইরান-ইরাক যুদ্ধে প্রশিক্ষিত হয়েছিলেন। ইরানীয় জেনারেলরাও প্রকাশ্যে যুক্তরাষ্ট্রকে হুমকি দিয়েছে। এ থেকে নিশ্চিতভাবে বলা যায় যুক্তরাষ্ট্রের ইরানে হামলা অবশ্যম্ভাবী এবং সময়ের অপেক্ষা মাত্র। সামরিক দিক দিয়ে পর্যবেক্ষণ করলে দেখা যায় দিয়েগো গার্সিয়া দ্বিপে এখন পর্যন্ত নিচের যুদ্ধবিমানগুলোর অবস্থান নিশ্চিত করা গেছে: 7 B-2 'Spirit' stealth bombers 8 B-52H 'Stratofortress' bombers 7 Boeing C-17 'Globemaster...
Comments
Post a Comment