মা তুমিই সেরা।
সব কষ্ট বুকে চেপে রাখলেও মা বুঝতে পারে। তার কথা শুনেই অঝোরে কাঁদতে ইচ্ছা করে। তার উৎসাহে বুক ফেটে কান্না আসে। চাইলেও সে কান্না আটকানো যায় না। ফলাফল চোখের জলে মোবাইল-বিছানা ভিজে যায়। মা তুমি আমার পাশে সবসময় থেকেছো। নিজের জীবন দিয়েও তোমার ঋণ আমি শোধ করতে পারবো না। এ কথাগুলো হয়তো কোনোদিন বলা হবে না তোমাকে। বলতে হয়ত পারবোনা কতটা ভালোবাসি। জানাতে পারবোনা তুমি কত বড় আশ্রয়ের স্থান। কথাগুলো লিখছি মনকে শান্ত করার জন্যে। আমার সুখে-দুঃখে থাকার জন্য আমি তোমার কাছে চির কৃতজ্ঞ। তোমার জন্য আমি জীবন দিতেও রাজি।
Comments
Post a Comment