Popular posts from this blog
মহাসমাবেশ: বিদ্রোহী কবিতা?
মহাসমাবেশ - এইচ. এ. এম. ফাহিম কবির ভেঙে ফেল ওই কর্মশালা, সব মেকি, সব ধোঁকা। গণতন্ত্র নাকি দেয় মুক্তি, এখন তা হাস্যকর এক যুক্তি। চলছে লুটতরাজ, বন্ধ করতে হবে সব আজ। চলছে অনেক লেখালেখি, কিন্তু এতেই সব সমাধান হবে কি? বিজ্ঞ জ্ঞানীদের দেওয়ার কথা নেতৃত্ব, কিন্তু তারা শুধুই চায় কতৃত্ব। এমন সমাজে দাঁড়িয়ে আমরা আজ, মানুষের অধিকার চাইলেই যেন মাথায় পড়ে বাজ। পেয়েছি স্বাধীনতা করে যুদ্ধ, আজ সেই স্বাধীনতাকামী মানুষেরাই ক্ষুব্ধ। রাজনীতির উদ্দেশ্য মানুষকে করা একত্রিত, অথচ সে রাজনীতিই আজ মানুষকে করছে দ্বিবিভাজিত। চাই এসবের মদদ দাতার বিরুদ্ধে মহাসমাবেশ, তবেই গড়তে পারব আমারা সোনার বাংলাদেশ।
Comments
Post a Comment