বাংলাদেশে ট্রেন্ড এর সুন্দর নিয়ম মেনে চলে।

বিদেশ হতে কিছু জিনিস আমদানি হবে বা দেশে কিছু উৎপাদন হবে। এর পর ফেসবুক সুশীল সমাজ তা গ্রহণ করে মজা নিবে। যখন 'গাইয়া' লোকেরা তাতে অংশগ্রহণ করে তাদের নিউজফিড ভরায় ফেলবে তখন সুশীলদের 'গাইয়া' লোকগুলোকে ছোট করে মজা করবে।

ভাই যারা এই মন মানসিকতা রাখিস তোরাই আসল ছোটলোক। জমিদারী এখন চালু নাই। বাপের দুই টাকার কুলনেস দেখায়ও লাভ নাই। একটা মানুষ ছোটখাটো ইন্টারনেট ট্রেন্ড এ দেরি দেখে যে তার ওজন তোমার থেকে কম এমনটা না। 

Comments

Popular posts from this blog

সুন্দর এ বসুধা।

মহাসমাবেশ: বিদ্রোহী কবিতা?