This blog is my own space. I share things which I can't somewhere else. I share how I feel, what I love, my experiences, and my plans. Join me subscribing to the blog as it is free. Moreover, you'll get notified whenever I post anything on my blog. See you later.
প্রকৃতিটা আজ অনেক সুন্দর। নির্মল বাতাস, সোনালী ধানক্ষেত, মিটিং মিটিং রোদ; আর কি চাই? আরেকটা জিনিস মনটা আরো ভালো করে দিয়েছে। আজ অনেক দিন পর একটা পানকৌড়ি দেখলাম, সাথে একটা বক। কি সুন্দর!
ডাক্তার শব্দটার সাথে আমার সম্পর্ক খুব ছোটবেলা থেকেই। আব্বুর স্থেটেস্কোপ বুকে লাগিয়ে লাব-ডাব শোনা, মুখের কাছে এনে মাইক্রোফোন আর হেডফোন হিসেবে খেলা, স্ফিগ্মোম্যানোমিটার চাপ দিয়ে দিয়ে ফুলে তোলা, আব্বুর কাছে প্রেশার মাপা শিখে নেওয়া এসবই আমার চিকিৎসাবিজ্ঞানের দিকে ঠেলে দেয়। এর পর ছিল আমার মায়ের এক বুক ভরা স্বপ্ন। ক্লাস ১-২ থেকেই আমাকে যেমন খুশি তেমন সাঁজ প্রতিযোগিতায় ডাক্তার বানিয়ে দিতেন। কত কী করে যে আমার মাপের আপ্রোন খুঁজে বের করতেন। সে এক হুলস্থুল কারবার। প্রতিযোগিতার আগে আব্বু আমাকে বিপি কী, জ্বর হলে কী ঔষধ খেতে হয় তা শিখিয়ে দিতেন। আমার এসবে উত্তেজনা থাকতো চরমে। কী মজা! আমি ডাক্তার! কিন্তু এখন যখন ঐ দিনগুলোর কথা ভাবি তখন বুঝতে পারি এর পিছনে আমার বাবা-মার কত আশা, কত স্বপ্ন জড়িয়ে আছে। আর এখন এর সাথে মিশেছে আমার স্বপ্ন। ডাক্তার হব! হতেই হবে! কেন হতে হবে? বাবা-মার আশা পূরণ করতে হবে। হাসপাতালের নানা অনিয়ম দূর করতে হবে। যখন দেখি লাইনে দাঁড়ানোর পরেও কেউ উড়ে এসে ঝুড়ে পরে ডাক্তারের কামড়ায় ঢুকে পরে তখন মনে হয় ডাক্তার হতেই হবে। যখন দেখি ডাক্তার ইচ্ছে মত ঔষধ লিখেই যাচ্ছেন অথচ ব্যক্তিগত চেম্বারে অন্...
আগুনের পরশমণি-হুমায়ূন আহমেদ হিমুর নীল জোছনা-হুমায়ূন আহমেদ All Quiet on the Western Front-Erich Maria Remarque দেবী-হুমায়ূন আহমেদ The Omen-Richard Donner হিমু-হুমায়ূন আহমেদ Cleopatra-H. Rider Haggard ভূবনপুরের হাট-তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় হিমুর মধ্যদুপুর-হুমায়ূন আহমেদ The Lighthouse at the End of the World-Jules Verne She-Henry Rider Haggard এবং হিমু-হুমায়ূন আহমেদ Two Years' Vacation-Jules Verne বিন্দুর ছেলে-শরৎ চন্দ্র চট্টোপাধ্যায় The Count Of Monte Cristo-Alexandre Dumas Father Brown | The Blue Cross-G.K. Chesterton Debdarshan | Taranath Tantrik-Taradas Bandopadhyay Sherlock Holmes | The Adventure of the Stockbroker's Clerk-Arthur Conan Doyle Heera Manik Jwoley-Bibhutibhushan Bandyopadhyay Father Brown | Invisible Man-G.K. Chesterton Sherlock Holmes | The Adventure of the Reigate Squires-Sir Arthur Conan Doyle Father Brown | The Secret Garden-G.K. Chesterton Eken Babu | Manhattan-ey Moonstone-Sujan Dasgupta Banarshena-E. F. Benson Feluda | Bombaiyer Bombete-Satyajit Ray Fathe...
Comments
Post a Comment