বাংলাদেশের সাধারণ একটা দিনের বর্ণনা

 

ভাই পুলিশের দায়িত্ব মানুষকে সাহায্য করা। এ নিয়ে এত মাতামাতির কী আছে? আমি একজন ছাত্র। ঝড় বৃষ্টিতেও পড়াশোনা করতে যাই। এখন কি আমাকে নিয়ে প্রতিবেদন করবেন?
আর কী পাব্লিসিটি স্টান্ড বাবা! ক্যামেরা সামনে দয়া উতলায় পড়তেছে।
সাংবাদিকেরা কাজ না পেলে আঙ্গুল চুষতে থাকেন। আপনাদের তো এমনিতেও কোন নায়ক নায়িকার কখন কী হলো এসব নিয়ে প্রতিবেদন ছাড়া আর কিছু করার নাই।

আসলেই দুনিয়াটা হলো পাগলের মেলা আর বাংলাদেশ সেটার সদরদপ্তর।

Comments

Popular posts from this blog

সুন্দর এ বসুধা।

মহাসমাবেশ: বিদ্রোহী কবিতা?