This blog is my own space. I share things which I can't somewhere else. I share how I feel, what I love, my experiences, and my plans. Join me subscribing to the blog as it is free. Moreover, you'll get notified whenever I post anything on my blog. See you later.
Northern Lights
Get link
Facebook
X
Pinterest
Email
Other Apps
-
I wanted to be with you and look at the northern lights, but alas I am just day dreaming about it and crying.
প্রকৃতিটা আজ অনেক সুন্দর। নির্মল বাতাস, সোনালী ধানক্ষেত, মিটিং মিটিং রোদ; আর কি চাই? আরেকটা জিনিস মনটা আরো ভালো করে দিয়েছে। আজ অনেক দিন পর একটা পানকৌড়ি দেখলাম, সাথে একটা বক। কি সুন্দর!
ডাক্তার শব্দটার সাথে আমার সম্পর্ক খুব ছোটবেলা থেকেই। আব্বুর স্থেটেস্কোপ বুকে লাগিয়ে লাব-ডাব শোনা, মুখের কাছে এনে মাইক্রোফোন আর হেডফোন হিসেবে খেলা, স্ফিগ্মোম্যানোমিটার চাপ দিয়ে দিয়ে ফুলে তোলা, আব্বুর কাছে প্রেশার মাপা শিখে নেওয়া এসবই আমার চিকিৎসাবিজ্ঞানের দিকে ঠেলে দেয়। এর পর ছিল আমার মায়ের এক বুক ভরা স্বপ্ন। ক্লাস ১-২ থেকেই আমাকে যেমন খুশি তেমন সাঁজ প্রতিযোগিতায় ডাক্তার বানিয়ে দিতেন। কত কী করে যে আমার মাপের আপ্রোন খুঁজে বের করতেন। সে এক হুলস্থুল কারবার। প্রতিযোগিতার আগে আব্বু আমাকে বিপি কী, জ্বর হলে কী ঔষধ খেতে হয় তা শিখিয়ে দিতেন। আমার এসবে উত্তেজনা থাকতো চরমে। কী মজা! আমি ডাক্তার! কিন্তু এখন যখন ঐ দিনগুলোর কথা ভাবি তখন বুঝতে পারি এর পিছনে আমার বাবা-মার কত আশা, কত স্বপ্ন জড়িয়ে আছে। আর এখন এর সাথে মিশেছে আমার স্বপ্ন। ডাক্তার হব! হতেই হবে! কেন হতে হবে? বাবা-মার আশা পূরণ করতে হবে। হাসপাতালের নানা অনিয়ম দূর করতে হবে। যখন দেখি লাইনে দাঁড়ানোর পরেও কেউ উড়ে এসে ঝুড়ে পরে ডাক্তারের কামড়ায় ঢুকে পরে তখন মনে হয় ডাক্তার হতেই হবে। যখন দেখি ডাক্তার ইচ্ছে মত ঔষধ লিখেই যাচ্ছেন অথচ ব্যক্তিগত চেম্বারে অন্...
The Libyan House of Representatives is nearing unanimous approval of the 2019 Libya-Türkiye maritime deal (special economic zone, military presence for Türkiye in Libyan waters among other things). Libyan maritime boundary will be connected with Türkish maritime boundary. Just like the good old times when Usmaniyo Khilafat used to control the Silk Road and Eurasian trade Türkiye may now have the advantage of controlling the Mediterranean thus a lot of Eurasian Trade.
Comments
Post a Comment