Posts

Showing posts from November, 2020

মা তুমিই সেরা।

 সব কষ্ট বুকে চেপে রাখলেও মা বুঝতে পারে। তার কথা শুনেই অঝোরে কাঁদতে ইচ্ছা করে। তার উৎসাহে বুক ফেটে কান্না আসে। চাইলেও সে কান্না আটকানো যায় না। ফলাফল চোখের জলে মোবাইল-বিছানা ভিজে যায়। মা তুমি আমার পাশে সবসময় থেকেছো। নিজের জীবন দিয়েও তোমার ঋণ আমি শোধ করতে পারবো না। এ কথাগুলো হয়তো কোনোদিন বলা হবে না তোমাকে। বলতে হয়ত পারবোনা কতটা ভালোবাসি। জানাতে পারবোনা তুমি কত বড় আশ্রয়ের স্থান। কথাগুলো লিখছি মনকে শান্ত করার জন্যে। আমার সুখে-দুঃখে থাকার জন্য আমি তোমার কাছে চির কৃতজ্ঞ। তোমার জন্য আমি জীবন দিতেও রাজি।

When I grow up

Image
 Yeah, when I grow up, you know what I wanna be? Take a seat, let me tell you my ridiculous dreams I wanna rap, yeah, I know it's hard to believe And I can tell you're already thinkin' I will never succeed But I'm okay with it, I admit the lyrics are weak I been workin' on 'em, I'll be good eventually I understand you gotta crawl before you get to your feet But I been running for a while, they ain't ready for me, ah I know this probably isn't really realistic And honestly, I might not ever make a difference But that don't make a difference, I'ma have to risk it I been crunchin' numbers, you ain't gotta be a mathematician To see the odds ain't rootin' for me I can't lie though, it's kinda how I like it to be The underdog, yeah, you probably think you know what I mean But what I'm saying is they ever push me, I'm gonna swing, yeah I could go to college, get in debt like everybody else Graduate and probably get a ...