মাসুদ রানা কৃষ্ণপক্ষ উপন্যাসটি মাসুদ রানা সিরিজের একটি উপন্যাস। উপন্যাসটি নিয়ে আমার রিভিউ আছে চাইলে এখানে ক্লিক করে দেখে আসতে পারেন। আমার এই লেখাটিতে আমি চেষ্টা করব উপন্যাসটি সংক্ষেপে তুলে ধরা। তবে আমার উপদেশ থাকবে আপনারা নিজে থেকে উপন্যাসটির পড়বেন। এবার মূল বিষয়ে আসা যাক। © The Daily Star সারাংশ: উপন্যাসটির শুরুর দিকে মাসুদ রানা যুক্তরাজ্যে তার ছুটি কাটাতে যায়। এ সময় একজন বাঙালি বিজ্ঞানীর খুনিকে দেখে তার সন্দেহ হয়। এরপর বিসিআই এর প্রধান রাহাত খান তাকে যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে যেতে বলেন। তার আদেশে মাসুদ রানা সেখানে যায়। সেখানে গিয়ে সে এক এফবিআই এজেন্টের হত্যার সন্দেহে ধরা পরে। এরপর রাহাত খানের হস্তক্ষেপে তাকে রাহাত খানের কাছে নিয়ে যাওয়া হয়। মাসুদ রানা রাহাত খানের সাথে মার্কিন রণতরীতে দেখা করে। সেখানে রাহাত খান তাকে তার পরবর্তী মিশন সম্পর্কে জানায়। মাসুদ রানা জানতে পারে তাকে এক দুর্ধর্ষ সন্ত্রাসীকে ধরতে হবে যে একটি গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় গবেষণায় কমর্রত বিজ্ঞানীদের অপহরণ করেছে এবং এ বিজ্ঞানীদের মধ্যে প্রায় সবাই বাংলাদেশী। সে আরো জানতে পারে যে এ...