Posts

Showing posts from October, 2020

Privacy: A tale of discomfort

 "Once you've lost your privacy, you realize you've lost an extremely valuable thing." -Billy Graham According to Wikipedia, Privacy is the ability of an individual or group to seclude themselves or information about themselves, and thereby express themselves selectively. Privacy is one of the most important things in an individual's life. But in the era of science and technology are we having enough privacy? The answer is quite simple. No. But the consequences of this simple answer is rather complicated. People in our age tend to express themselves as much as they can through technology. They want to reach out to others. It's quite obvious that humans will try to socialize as much as possible but what is not obvious is how we are giving our valuable information to some unknown, untrustworthy folks on the internet. Some might bargain that how can companies like Google and Facebook play with our information, they have policies to protect our information right?

মহাসমাবেশ: বিদ্রোহী কবিতা?

 মহাসমাবেশ                      - এইচ. এ. এম. ফাহিম কবির ভেঙে ফেল ওই কর্মশালা, সব মেকি, সব ধোঁকা। গণতন্ত্র নাকি দেয় মুক্তি, এখন তা হাস্যকর এক যুক্তি। চলছে লুটতরাজ, বন্ধ করতে হবে সব আজ। চলছে অনেক লেখালেখি, কিন্তু এতেই সব সমাধান হবে কি? বিজ্ঞ জ্ঞানীদের দেওয়ার কথা নেতৃত্ব, কিন্তু তারা শুধুই চায় কতৃত্ব। এমন সমাজে দাঁড়িয়ে আমরা আজ, মানুষের অধিকার চাইলেই যেন মাথায় পড়ে বাজ। পেয়েছি স্বাধীনতা করে যুদ্ধ, আজ সেই স্বাধীনতাকামী মানুষেরাই ক্ষুব্ধ। রাজনীতির উদ্দেশ্য মানুষকে করা একত্রিত, অথচ সে রাজনীতিই আজ মানুষকে করছে দ্বিবিভাজিত। চাই এসবের মদদ দাতার বিরুদ্ধে মহাসমাবেশ, তবেই গড়তে পারব আমারা সোনার বাংলাদেশ।