বৃহন্নলা (মিসির আলি সিরিজ) & - পর্যালোচনা
সিরিজ: মিসির আলি লেখক: হুমায়ূন আহমেদ পর্যালোচনা: আমার কাছে গল্পটা রোমাঞ্চকর মনে হয়েছে। গল্পটা নির্জন স্থানে পড়লে যে কারো কাছে রোমাঞ্চকর মনে হতে পারে । আমি কোন রকম আভাস দিতে চাইনা। কারন গল্পের আভাস দেওয়া অতি দূষণীয়। অতীতে অনেক গল্প পড়ায় আমার কাছে শেষটা প্রায় নিশ্চিত হয়ে আসছিল। জানিনা আপনাদের কি হবে। তবে হুমায়ুন প্রেমিক দের জন্য আমি নিঃসন্দেহে গল্পটা আপনাদের পড়তে বলবো। দেবী সিনেমা ছাড়া মিসির আলির কোন গল্প এর আগে পড়া হয়নি। তাই সাধারণ মিসির আলির গল্পের সাথে এর কতটা মিল আছে। তবে দেবী সিনেমার অভিজ্ঞতা ও হিমু সিরিজের একটি গল্প থেকে বলতে পারি মিসির আলির মাঝে কোন পরিবর্তন দেখিনি। এ গল্প পড়ার জন্য আমি আপনাদের উৎসাহিত করব। তবে না পড়লেই নয় এমন ধরনের গল্প এটি নয়।