মার্কিনিরা মনে করে তাদের ম্যাসেজিং প্লাটফর্ম যথেষ্ট সুরক্ষিত নয়, সেখানে আমাদের অবস্থান কোথায়?
গ ত কিছুদিন মার্কিন যুক্তরাষ্ট্রে তুমুল সমালোচনার ঝড় উঠেছিলো মার্কিন সামরিক ও রাজনৈতিক নেতৃবৃন্দের ইয়েমেনে হামলার বিষয়ে Signal নামক প্লাটফর্মে আলোচনা করার কারণে। এই অ্যাপটিকে অন্যতম সেরা 'encrypted' ম্যাসেজিং প্লাটফর্ম হিসেবে ধরা হয়। যদি মার্কিন সামরিক বাহিনী মনে করে যে এই অ্যাপে কথাবার্তা বলা যথেষ্ট সুরক্ষিত নয় তাহলে আপনার আমার ফেসবুক, হোয়াটসঅ্যাপের end-to-end encryption গোপনীয়তা কোথায় একবার চিন্তা করে দেখেছেন? সবকিছুর ব্যাকডোর অ্যাক্সেস তাদের কাছে আছে। আজকে আবার Gmail এ যুদ্ধের কৌশল নিয়ে আলোচনা করার স্কান্ডেল বেড়িয়েছে। এটা মার্কিনিদের মতেই গোপনীয়তার তুলনায় আরো বাজে যোগাযোগ মাধ্যম। এখন যাও গোপনীয়তা আছে কোয়ান্টাম কম্পিউটিং আয়ত্ত করে ফেললে সেটাকেও বিদায় জানাতে পারেন।