Posts

মার্কিনিরা মনে করে তাদের ম্যাসেজিং প্লাটফর্ম যথেষ্ট সুরক্ষিত নয়, সেখানে আমাদের অবস্থান কোথায়?

Image
 গ ত কিছুদিন মার্কিন যুক্তরাষ্ট্রে তুমুল সমালোচনার ঝড় উঠেছিলো মার্কিন সামরিক ও রাজনৈতিক নেতৃবৃন্দের ইয়েমেনে হামলার বিষয়ে Signal নামক প্লাটফর্মে আলোচনা করার কারণে। এই অ্যাপটিকে অন্যতম সেরা 'encrypted' ম্যাসেজিং প্লাটফর্ম হিসেবে ধরা হয়। যদি মার্কিন সামরিক বাহিনী মনে করে যে এই অ্যাপে কথাবার্তা বলা যথেষ্ট সুরক্ষিত নয় তাহলে আপনার আমার ফেসবুক, হোয়াটসঅ্যাপের end-to-end encryption গোপনীয়তা কোথায় একবার চিন্তা করে দেখেছেন? সবকিছুর ব্যাকডোর অ্যাক্সেস তাদের কাছে আছে। আজকে আবার Gmail এ যুদ্ধের কৌশল নিয়ে আলোচনা করার স্কান্ডেল বেড়িয়েছে। এটা মার্কিনিদের মতেই গোপনীয়তার তুলনায় আরো বাজে যোগাযোগ মাধ্যম। এখন যাও গোপনীয়তা আছে কোয়ান্টাম কম্পিউটিং আয়ত্ত করে ফেললে সেটাকেও বিদায় জানাতে পারেন।

মার্কিন যুক্তরাষ্টের মধ্যপ্রাচ্যে ব্যস্ততার সুযোগ নিবে চীন?

Image
মার্কিন যুক্তরাষ্ট্রের পাসিফিক ফ্লিট-১ সহ অন্যান্য সমরাস্ত্র নিয়ে আসার ও মনোযোগ মধ্যপ্রাচ্যে থাকার এই সুযোগে যদি চীন তাইওয়ান আক্রমণ করে ফেলে তাহলে খেল খতম। আমেরিকার তালুকদারির শেষের শুরু হয়ে যাবে। চীন আজকেও সামরিক মহড়া জারি রেখেছে।

মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা বাজছে।

Image
মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা বাজছে। মার্কিন যুক্তরাষ্ট্র তার Carrier Strike Group 1, USS Carl Vinson নামক Nimitz-class Nuclear Super carrier এর নেতৃত্বে থাকে যা কিনা মার্কিন প্যাসিফিক ফ্লিটের অংশ(ইন্দো প্যাসিফিক), ফিলিপাইন সাগর থেকে মধ্যপ্রাচ্যের বাহরাইনে নৌ ঘাঁটির উদ্দেশ্যে নিয়ে আসছে। এ Aircraft Carrier গুলো একেকটি সামরিক ঘাঁটির মতো। শুধুমাত্র এই রণতরীতে সংযুক্ত আছে Carrier Air-Wing Two (2) যাতে আছে: • x2 Squadrons of Single-seat F/A-18E Super Hornets • x1 Squadron of Twin-Seater F/A-18F Super Hornets • x1 Squadron of F-35Cs • x1 Squadron of EA-18 Growlers •E-2D Hawkeye AWACs •V-22 Ospreys •MH-60 Seahawks. এর বাইরে একেকটা Carrier Strike Group এ Destroyer, Cruiser এবং Submarine সংযুক্ত থাকে। এমন Carrier Strike Group দিয়ে মধ্যম সারির একটা দেশকে ধুলোয় মিশিয়ে দেওয়া সম্ভব। সবাই দোয়া করি যেন ফলাফল ভালো কিছু আসে।

ইরানে যুক্তরাষ্ট্র হামলা চালাবে এটা এখন মোটামুটি নিশ্চিত

Image
মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ইরানে হামলার প্রসঙ্গে বলেন,"যদি ইরান চুক্তি না করে, তাহলে বোমা হামলা হবে - এবং এমন বোমা হামলা চালানো হবে যা তারা আগে কখনও দেখেনি"। উল্লেখ্য তিনি এখানে পারমাণবিক চুক্তির কথা বলেছেন যা পত্র মারফত যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রসাশন কিছু দিন পূর্বে ইরানকে পাঠিয়েছিলো এবং ইরান প্রথমে সেই পত্র পাওয়ার কথা অস্বীকার করার পরে অনেকটা তাচ্ছিল্য করে ওমানের সালতানাতের মাধ্যমে জবাব দিয়ে প্রত্যাখ্যান করে। এদিকে আজ ইরানের আয়াতোল্লাহ খামেনিকে এসভিডি (দ্রাগুনোভ) আগ্নেয়াস্ত্র হাতে করে পবিত্র ঈদ-উল-ফিতরের ভাষণ দিতে দেখা যায়। এই অস্ত্র দিয়ে তিনি ইরান-ইরাক যুদ্ধে প্রশিক্ষিত হয়েছিলেন। ইরানীয় জেনারেলরাও প্রকাশ্যে যুক্তরাষ্ট্রকে হুমকি দিয়েছে। এ থেকে নিশ্চিতভাবে বলা যায় যুক্তরাষ্ট্রের ইরানে হামলা অবশ্যম্ভাবী এবং সময়ের অপেক্ষা মাত্র। সামরিক দিক দিয়ে পর্যবেক্ষণ করলে দেখা যায় দিয়েগো গার্সিয়া দ্বিপে এখন পর্যন্ত নিচের যুদ্ধবিমানগুলোর অবস্থান নিশ্চিত করা গেছে: 7 B-2 'Spirit' stealth bombers 8 B-52H 'Stratofortress' bombers 7 Boeing C-17 'Globemaster...

The rebels made a deal with the devil.

They started their campaign just after the ceasefire in Lebanon and now Israel controls about half of Syria and Lebanon border thus restricting Hezbollah supply lines and crushing them after ceasefire. The devil completely obliterated Syrian Airforce and Navy. They are taking over land as they wish and the rebels are afraid to even put out a statement. Wished it would be a new beginning for the Syrians and the ummah. But it's just a choice between who serves who. Pathetic.

Reply to Deshbhakt's latest video on Bangladesh titled: Who's Targeting Hindus In Bangladesh? | Case against Chinmoy Krishna Das | Akash Banerjee

 Low Deshbhakt, too low! I see RAW is paying you well. Let's look at the facts: 1. Chinmoy was expelled from ISKCON due to pedophilia. He raped young students of the organization. Yes, Hindu students. ;) I would've loved to see this detail on your video. But I know that no one working to establish India's narrative will put out this detail. It is a well established fact and proofs are all over the internet. 2. Security of Bangladeshi nationals are on the hands of the Bangladeshi Government and strictly Bangladeshi Government. India is not Messiah for anyone. They are not the caretakers of Hindus. We all are Bangladeshi and remained so for hundreds of years. (Thousands if you consider pre Islamic period. Buddhism, Hinduism and other folk religious communities) 3. If India wants friendship it should look at Bangladesh as a neighbor not as a colony. We are a sovereign nation and every last soul in the country will shed their blood to maintain it. 4. ISKCON is a terrorist organ...

These pajeets audacity to say Islam destroyed Buddhism!

Pajeets learn some history! In Bangladesh Buddhism was persecuted by invader Hindu Sen Rajas from South India. They literally destroyed Buddhism in its entirety. Our oldest language scripture survived because it was taken to Nepali Royal Library. It was Turkish invaders who finally put an end to the tyranny of the Sens. Read some books not WhatsApp university and your pajeet leaders who wet their pants wet dreaming about Akhand Bharat.